শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:১৯ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা ছাত্রলীগ ও কেন্দ্রীয় ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক ইমরান জমাদ্দারের উদ্যোগে বৃক্ষরোপন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে কাঠালিয়া উপজেলা পরিষদ চত্বর ও প্রস্তাবিত পর্যটন কেন্দ্র ছৈলার চরে কৃষ্ণচূড়া, নিম, আমলকি, পেয়ারা, চালতা, জাম ও জারুলসহ বিভিন্ন প্রজাতির ৭৫টি গাছের চারা রোপন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বৃক্ষ রোপন কার্যক্রমের উদ্ভোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ এমাদুল হক মনির।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাঈদ আহম্মেদ জিসান, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ খানসহ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।