সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:২৩ পূর্বাহ্ন
বিষেশ প্রতিনিধি:
আরোগ্য লাভের জন্য পীরের কাছে ঝাঁড়ফুক নিতে যাবার পথে মারা গেলেন কাঠালিয়া উপজেলার তালগাছিয়া গ্রামের বাসিন্ধা মো.ফজলুর রহমান (৭০)।
মঙ্গলবার ( ১২ নভেম্বর) বিকেলে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া রাজপাশা গ্রামের পীর হাফেজ মো.নুরুল ইসলামের দরবারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভান্ডারিয়া থানার ওসি আহম্মদ আনওয়ার।
নিহতের স্বজন আসাদুল ইসলাম জানান, রোগের আরগ্য লাভের জন্য পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া রাজাপাশা এলাকার পীর হাফেজ মো.নুরুল ইসলামের কাছে যাচ্ছিল ফজলুর রহমান। দরবার শরীফের পৌছাবার পর অটো থেকে নামানোর সময় অসুস্থ্য হয়ে পড়ে সে। কিছুক্ষনের মধ্যে তার মৃত্যু হয়।
উল্লেখ্য গত এক বছর ধরে ধাওয়া রাজপাশা এলাকার দরবার শরীফের পীর হাফেজ মো.নুরুল ইসলাম ঝাড়ফুক দিয়ে বিভিন্ন রোগের চিকিৎসা দিয়ে আসছে। প্রতিদিন দেশের দক্ষিণাঞ্চলের হাজার হাজার অসুস্থ্য মানুষ আরগ্য লাভের আশায় এখানে আসেন।