মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:২৪ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকে অভিনন্দন জানিয়েছে ঝালকাঠি জেলা কমাটি। রোববার (১২ ডিসেম্বর) এক বিবৃতির মাধ্যমে অভিনন্দন যানান ঝালকাঠি জেলা হিন্দু বৈদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ সভাপতি অমল চন্দ্র দাস, সহ-সভাপতি দুলালল সাহা, সাধারন সম্পাদক ও ঝালকাঠি পৌর প্যানেল মেয়র তরুন চন্দ্র সরকার।
উল্লেখ্য, শুক্রবার (১০ ডিসেম্বর) নলছিটি উপজেলা ত্রি-বার্ষিকী সম্মেলন- ২১ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩ টায় পৌরসভা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নলছিটি শাখার সভাপতি প্রান্তিক দাস পুটুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মফিজুল রহমান শাহিন, সাবেগ উপজেলা ভাইস চেয়ারম্যান দুলাল শরীফ, ঝালকাঠি জেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অমল চন্দ্র দাস, সাধারন সম্পাদক দুলাল সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক তরুন কর্মকার, সাবেক পূজা উদযাপন পরিষদ সভাপতি এ্যাডঃ তপন রায় চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি জনারধন দাস, সম্পাদক তপন কুমার দাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সম্পাদক শুভাশীষ দত্ত প্রদ্যুৎ। মিলন কান্তি দাসের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন কৃষ্ণ লাল চক্রবর্তী, নিহার রঞ্জন কর্মকার, তপন কুমার সেন, শচিন্দ্র নাথ মালো, পরেস চন্দ্র দাস, ভোলা নাথ দাস, অশোক পালিত, সজল কুমার চক্রবর্তী প্রমুখ। এরপর প্রান্তিক দাস পুটুকে সভাপতি, শুভাশীষ দত্ত প্রদ্যুৎকে সম্পাদক ও খোকন চন্দ্র দাসকে কোষাধ্যক্ষ করে ৩ বছর মেয়াদী ৫১ সদস্যের নতুন কমিটি ঘোষনা করা হয়।