সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:১২ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে “মা” দিবস।
দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে মায়েদের নিয়ে এক সমাবেশের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মফিজুর রহমান শাহিন ও মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর। অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাইমুন্নাহার, সিদ্ধকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জেসমিন ওবায়েদ, শিক্ষক ও সাংবাদিক মিলন কান্তি দাস প্রমুখ। এসময় কুলকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম আখতারুজ্জামান বাচ্চু,দপদপিয়ার ইউপি চেয়ারম্যান মোহম্মদ সোহরাব হোসেন বাবুল মৃধা,কুশঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সিকদার, মোল্লারহাট ইউপি চেয়ারম্যান মোহম্মদ কবির হোসেন হাওলাদার, ভৈরবপাশা ইউনিয়নের চেয়ারম্যান মোহম্মদ নাসির উদ্দিন, রানাপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদুর রহমান সালামসহ সাংবাদিক, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কমচারি ও সম্মাননা প্রাপ্ত মায়েরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক ও সাংবাদিক মোঃ আমির হোসেন।
অনুষ্ঠান শেষাংশে ১২ জন মাকে ১টি করে শাড়ি ও বিশেষ গিফট হ্যাম্পার প্রদান করে সম্মাননা প্রদান করা হয়।