সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৫২ অপরাহ্ন
ঝালকাঠ প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে দেশীয় মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের আওতায় বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৩সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আনিসুর রহমান তালুকদার, উপপরিচালক মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগ,বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ,উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়েদ্যা ও মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী এসএম সোয়েব।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকারি জলাশয়সমূহতে দেশীয় প্রজাতির মাছ বেশি চাষ করতে হবে।