ঝালকাঠি প্রতিনিধিঃ
“বাংলা ইশারা ভাষা প্রসার, শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে।
আজ সোমবার (৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টায় নলছিটি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়াম্যান সিদ্দিকুর রহমান। সভায় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোজাম্মেল হক’র সভাপতিত্বে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার, কৃষিকর্মকর্তা ইশরাত জাহান মিলি, শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাঈমুন্নাহার, প্রভাষক ও সাংবাদিক মোঃ আমির হোসেন প্রমুখ।