সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:২১ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি:
নলছিটিতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ৫০ কেজি নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ করেছে। বুধবার (২৪ ফেব্রুয়ারী) সকালে নলছিটি খাসমহল এলাকায় অবস্থিত সাপ্তাহিক বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে জাটকা ইলিশ ব্যবসায়ীরা পালিয়ে যায়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাখাওয়াত হোসেন।
জব্দকৃত মাছ বৈশাকিয়া ইয়াতিম খানা ও হদুয়া ইয়াতিম খানায় বিতরণ করা হয়েছে। অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিঃ) রমনি কুমার মিস্ত্রি ও ক্ষেত্র সহকারী এসএম সোয়েব প্রমুখ।