সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৪৯ অপরাহ্ন

নলছিটিতে পিএফজি’র ফলোআপ সভা অনুষ্ঠিত

নলছিটিতে পিএফজি’র ফলোআপ সভা অনুষ্ঠিত

নলছিটিতে পিএফজি'র ফলোআপ সভা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে পিএফজি’ ফলোআপ মিটিং বুধবার (২১ জুন) বেলা ১১টায় নলছিটি চায়না মাঠ সড়কস্থ ফিরোজা আমু সাংস্কৃতিক কেন্দ্র ও পাঠাগারের কার্যালয় অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র সহযোগীতায় পিএফজি সদস্যদের নিয়ে অনুষ্ঠিত সভায় সুজন -সু শাসনের জন্য নাগরিক নলছিটি উপজেলা কমিটির সভাপতি ও পিএফ জি নলছিটির কো- অডিনেটর মো: খলিলুর রহমান মৃধ’র সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নলছিটি পৌরসভার মেয়র আ:অহেদ খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বরিশাল এর আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতা ও এড়িয়ার প্রজেক্ট কো -অডিনেটর মাহাদী তানভীর। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন,পিএফজি নলছিটি উপজেলার কো অডিনেটর মো:খলিলুর রহমান মৃধা।

এছাড়াও বক্তব্য রাখেন নলছিটি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম দুলাল চৌধুরী, নলছিটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুল কুদ্দুস তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা বেগম, উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ডালিয়া নাসরিন, নলছিটি পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিল ফিরোজ আলম, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সেলিম গাজী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু জনার্ধন দাস, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো: মহসিন, নলছিটি পৌরসভার ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর নুরুনেহার বেগম, নান্দিকাঠি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক একরামুল করিম মিঠু, নলছিটি সরকারী ডিগ্রী কলেজের প্রভাষক মল্লিক মনিরুজ্জামান , উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা তাহমিনা বেগম, সাবেক পৌর কাউন্সিলর রুবিনা নাসরিন, মিতু সেতু চেরিট্যাবল সোসাইটির নির্বাহী পরিচালক মো: নুরুজ্জামান আকন প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুজন সুশাসনের জন্য নাগরিক নলছিটি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক মো: আমির হোসেন। সভায় পিএফজি নলছিটি উপজেলার ৩০ সদস্য বিশিষ্ট্য কমিটি ঘোষণা করা হয়। ২০১৮ সাল থেকে শান্তি, সৌহার্দ্য সম্প্রীতি গড়ে তোলার লক্ষ্যে নলছিটি উপজেলা সকল রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বিভিন্ন প্রশিক্ষণ, সভা সেমিনার, সিম্পোজিয়ামসহ নানা বিষয় দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশ’র সহায়তায় পিএসজি নলছিটি শাখা বাস্তবায়ন করে আসছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana