মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:২২ পূর্বাহ্ন

নলছিটিতে দোকান পুড়ে ছাই, ৩ লাখ টাকার ক্ষতি

নলছিটিতে দোকান পুড়ে ছাই, ৩ লাখ টাকার ক্ষতি

ঝালকাঠি প্রতিনিধিঃ

দিনের ব্যস্ততা শেষে গভীর রাতে কনকনে শীতে ব্যবসায়ী মোঃ শাহিন হাওলাদার যখন বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েছিলেন তখন আগুনে পুড়েছে তার উপার্জনের একমাত্র উৎস মুদির দোকানটি। শুক্রবার ( ১৪ জানুয়ারি ) রাত আনুমানিক সোয়া দুইটার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার উত্তর মালোয়ার প্রাইমারি স্কুল সংলগ্ন রাস্তার পূর্ব পাশে মোঃ শাহিন হাওলাদারের (ব্যবসা প্রতিষ্ঠান) মুদির দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ব্যবসায়ী মোঃ শাহিন হাওলাদার দিন শেষে যখন বাড়িতে ঘুমে আচ্ছন্ন তখন মধ্যরাতের আগুনে দোকানটি পুড়ে নিঃশেষ হয়ে গেছে।

দোকানের ভিতরে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এতে মালামাল সহ সম্পূর্ণ দোকানটি পুড়ে ছাই হয়ে যায়। এঘটনায় মোঃ শাহিন হাওলাদার বাদী হয়ে নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি ( জিডি) করেন । জিডি সূত্রে জানা যায় , মোঃ শাহিন হাওলাদার (৩৪) উপজেলার উত্তর মালোয়ার প্রাইমারি স্কুল সংলগ্ন রাস্তার পূর্ব পাশে একটি দোকানে মুদি ব্যবসা করে আসছিল। তার দোকানে আনুমানিক ২ লক্ষ ৫০ হাজার টাকার মালামাল ছিল।

প্রতিদিনের ন্যায় গত ১৪ জানুয়ারি রাত আনুমানিক ১১ টা ৪৫ মিনিটের সময় দোকানের কার্যক্রম শেষে বৈদ্যুতিক বাল্ব বন্ধ করে দোকানের ঝাঁপে তালা লাগিয়ে বাড়িতে চলে যান। রাত আনুমানিক ২ টা ৩০ মিনিটের সময় লোকজনের চিৎকারে তার ঘুম ভেঙে যায়। পরক্ষণে আঃ ছালাম (৬৮) নামে এক ব্যাক্তি তার দরজার সামনে গিয়ে নক করলে দ্রুত দোকানের সামনে এসে দেখেন দোকান ঘরটি আগুনে জ্বলছে। পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত লোকজন সহ আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে মুদি মালামাল সহ দোকান ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি সাধন হয়। আগুনের সূত্রপাত কিভাবে ঘটে তা জানা নেই বলেও জিডিতে উল্লেখ করেন শাহিন হাওলাদার।

এবিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জিডির তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana