সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪৮ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার দিনগত রাতে উপজেলার দপদপিয়া ইউনিয়নের কয়া ভুট্টোহাট বাজার থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত আসাদুজ্জামান শান্ত (৩৬) রংপুর জেলার মিঠাপুকুর এলাকার বাতেন সরকারের ছেলে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, দুই কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে । এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।