বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি:
তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্ক ফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে নলছিটি উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়। সভায় নলছিটি উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা নাহিদ সভাপতিত্ব করেন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: সিদ্দিকুর রহমান। তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আর এমও ডা: রাছেল ডালি। সহযোগিতায় ছিলেন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল,স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এছাড়াও উপস্থিত ছিলেন নলছিটি পৌরসভার মেয়র আ: অহেদ খাঁন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর, তামাক বিরোধী জোট এর প্রতিনিধি সংগঠন নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক মো: খলিলুর রহমান মৃধা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন উপস্থিত ছিলেন।