মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
‘মুজিব বর্ষের সফলতা, ঘরে বসেই সকল ভাতা’ এই শ্লগানকে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নির্বাহী অফিসার রুম্পা সিকাদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান।
প্রভাষক ও সাংবাদিক মোঃ আমির হোসেন’র সঞ্চালনায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য খন্দকার মুজিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন চৌধুরী, যুব উন্নয় কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান পমুখ।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও নারী নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।