মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩৬ অপরাহ্ন

নলছিটিতে চাচাকে হত্যা চেষ্টা মামলায় ভাতিজা গ্রেপ্তার

নলছিটিতে চাচাকে হত্যা চেষ্টা মামলায় ভাতিজা গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে পূর্ব শত্রুতার জের ধরে চাচাকে পিটিয়ে হত্যা করার চেষ্টা মামলায় জয় অধিকারী নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল (১০ জুলাই) রাতে তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জয় অধিকারী সুবিদপুর ইউনিয়নের সৈয়র নিবাসী সুনিল অধিকারীর পুত্র। তার বিরুদ্ধে উপজেলার সুবিদপুর ইউনিয়নের সৈয়র এলাকার বাসিন্দা শান্ত অধিকারী একটি মামলা দায়ের করেছেন। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাব্বির রহমান।

এজাহার সূত্রে জানা যায়, গত ৭ জুলাই রবিবার সন্ধ্যায় স্থানীয় ভোজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে পূর্ব থেকে ওত পেতে থাকা জয় অধিকারী তার দলবল নিয়ে কমল অধিকারীর উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। এসময় কমল অধিকারীর ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। তারা পালিয়ে যাওয়ার সময় কমল অধিকারীর কাছে থাকা নগদ টাকা, স্বর্নের চেইন ও স্মার্টফোন ছিনিয়ে নেয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে পাঠানো হয়। এ ঘটনায় কমল অধিকারীর পুত্র শান্ত অধিকারী চার জনের নাম উল্লেখ করে নলছিটি থানায় একটি এজাহার দায়ের করেছেন।

কমল অধিকারীর পুত্র শান্ত অধিকারী জানান, তাদের সাথে আমাদের জমিজমা নিয়ে ঝামেলা ছিল। পরবর্তীতে শালিস বৈঠকে স্থানীয়দের নিয়ে জমি মেপে আমরা আরও অনেক জমির দখল পেয়েছি যেগুলো তারা আগে জবরদখল করে রেখেছিল। এছাড়া আমার বাবার নামে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আজেবাজে লিখেছিল সেটা নিয়ে আমার বাবা তাদের নামে একটি এজাহার দায়ের করেছেন। সবমিলিয়ে ক্ষিপ্ত হয়ে তারা আমার বাবাকে মেরে ফেলার জন্যই হামলা করেছিল। স্থানীয়রা ছুটে আসায় আমার বাবা প্রানে বেঁচে গেছেন। বর্তমানে তিনি বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন আছেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মুরাদ আলী বলেন, চাচাকে হত্যা চেষ্টা মামলায় ভাতিজা গ্রেপ্তার করে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana