সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৩ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার সকাল ১১টায় নলছিটি বিজয় উল্লাস চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে তাঁরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ মাইনুল ইসলাম,জেলা ছাত্র আন্দলোন’র সাংগঠনিক সম্পাদক অলিউল্লাহ সরদার, ছাত্রনেতা ইব্রাহিম খলিল, মিরাজুল ইসলাম, শাহাদাত হোসেন, ইসা আল-মারুফ, রবিউল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান দেড় বছর ধরে বন্ধ থাকায় শিক্ষার্থীরা ঝিমিয়ে পড়েছে। অনেকে ঝড়ে পড়েছেন, কারো চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। মাদক ও মোবাইল গেমসে আসক্ত হচ্ছে। বাজার, মার্কেট গার্মেন্টস ও গণপরিবহন স্বাভাবিক নিয়মে চললেও শিক্ষাপ্রতিষ্ঠান কেন বন্ধ রাখা হয়েছে। অযৌক্তিক কারনে শিক্ষার্থীদের ধ্বংস করার পেছনে একটি চক্র ষড়যন্ত্র করছে। তাই অবিলম্বে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা।