শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১০:৩১ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
করোনায় বাল্য বিয়ের আশংকা জনক হার বৃদ্ধি, শ্লোগানকে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২১ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পিএফজি নলছিটি উপজেলা কমিটির অ্যাম্বাসেডর ও উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট আনিসুর রহমান খান হেলাল।
প্রধান বক্তা ছিলেন নলছিটি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর। আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উৎযাপন ঝালকাঠি জেলা কমিটির সম্পাদক মোঃ খলিলুর রহমান মৃধার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজন- সুশাসনের জন্য নাগরিক নলছিটি উপজেলা কমিটির সম্পাদক প্রভাষক মোঃ আমির হোসেন অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন তথ্য আপা ইসরাত জাহান, পিএফজি সদস্য মোঃ মাহমুদ্দুল্লাহ, নারী নেত্রী সোনিয়া আরজু, ইয়োথ লিডার সাথি আক্তার প্রমুখ।
অনুষ্টান শেষে নারী উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ৫ জন নারীকে সম্মাননা পদক প্রদান করা হয়।