শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠি জেলায় নবযোগদানকৃত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার সমাদ্দারের কাঠালিয়ায় আগমন উপলক্ষ্যে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সভাকক্ষে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমাদুল হক মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল চন্দ্র সমাদ্দার।
কাঠালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. দিলরুবা পারভীনের সভাপতিত্বে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।