সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩৭ পূর্বাহ্ন
সাইদুল ইসলাম, রাজাপুর থেকে:
ঝালকাঠির রাজাপুর উপজেলার কৈবর্তখালী আবাসনে আলোচিত গণ ধ’র্ষ’ন মামলার প্রধান আসামি রবিউল হাওলাদার সহ বিভিন্ন মামলার পলাতক ৮ জন আসামিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্কলা বাহিনী।
সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. মাসুদ রানা।
পুলিশ জানায়, রাজাপুর উপজেলার কৈবর্তখালী এলাকায় গত ৯ সেপ্টেম্বর এক তরুনীকে গণধর্ষনের ঘটনায় হওয়া মামলার প্রধান আসামি রবিউল হাওলাদারকে শনিবার সন্ধ্যায় ঢাকার উত্তরা থেকে আটক করে র্যাব-১। পরে রোববার রবিউলকে রাজাপুর থানা পুলিশের হাতে সোপর্দ করে। রবিউল হাওলাদার উপজেলার কৈবর্তখালী এলাকার ইউসুফ হাওলাদারের ছেলে।
এদিকে রোববার রাতে রাজাপুর থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অ¯্র সহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।