রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৪ অপরাহ্ন

দেশে মৃত্যু ও শনাক্তের নতুন রেকর্ড

দেশে মৃত্যু ও শনাক্তের নতুন রেকর্ড

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৬৪ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ২২৯ জন। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯৬৪ জন। যা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এ নিয়ে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্তের হার ২৯ দশমিক ৩০ শতাংশ।

সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে ২৭ জুন ১১৯ জন, ২৮ জুন ১০৪ জন, ২৯ জুন ১১২ জন, ৩০ জুন ১১৫ জন। এরপর ১ জুলাই সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যু হয়। ২ জুলাই ১৩২ জন, ৩ জুলাই ১৩৪ এবং ৪ জুলাই ১৫৩ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আজকের মৃত্যুর সংখ্যা এ যাবতকালে অতীতের সব বেকর্ড ছাড়িয়ে গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ২টি। এ নিয়ে এখন পর্যন্ত ৬৭ লাখ ৫৭ হাজার ৫৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ১৮৬ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৩৯ হাজার ৮২ জনে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana