মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:
কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বৈশ্বিক মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ১০২ জনে।
একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮৪৮ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা হলো সাত লাখ ৭৯ হাজার ৫৩৫জন। ২৪ ঘণ্টার পরীক্ষার অনুপাতে শনাক্ত ১০.৮২ শতাংশ।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হয় দেশে। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। সম্প্রতি করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বেড়ে যায়। এতে মৃত্যুর মিছিলও বড় হয়।