বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন

ঢাকায় ৩০ আগস্ট অনুষ্ঠিত হবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মহাসমাবেশ

ঢাকায় ৩০ আগস্ট অনুষ্ঠিত হবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মহাসমাবেশ

ঢাকায় ৩০ আগস্ট অনুষ্ঠিত হবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মহাসমাবেশ

নিজস্ব প্রতিবেদক:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। আগামী ৩০ আগস্ট কেন্দ্রীয় শহিদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে দেশের ৬৪ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অংশ নেবেন।

প্রাথমিক শিক্ষকদের ছয়টি পৃথক সংগঠনের মোর্চা ‘সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এ মহাসমাবেশের ডাক দিয়েছে।

গত রবিবার ঐক্য পরিষদের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শিক্ষকদের দাবিগুলো হলো—প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে এন্ট্রি পদ সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন-ভাতা দেওয়া, শতভাগ শিক্ষককে পদোন্নতি এবং ১০ ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন।

ঐক্য পরিষদে সহকারী শিক্ষকদের ছয়টি সংগঠন রয়েছে। এর মধ্যে জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশন অন্যতম।  সংগঠনটির সভাপতি শাহীনুর আকতার বলেন, ‘সরকারকে আমরা যে সময় দিয়েছি তার মধ্যে আমাদের দাবি দাওয়া মেনে নেয়নি। তাই আমাদের বাধ্য হয়ে আগামী ৩০ আগস্ট ঢাকায় মহাসমাবেশের করতে হচ্ছে। এতে সারা দেশের প্রাথমিকের শিক্ষকরা অংশ নেবেন। সমাবেশটি কেন্দ্রীয় শহিদ মিনারে ঐদিন সকাল থেকে শুরু হবে। ইতি মধ্যে সমাবেশ করার জন্য অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে আবেদন করা হয়েছে।

জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশন সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মাইন উদ্দিন (নিউটন) বলেন, আগামী ৩০ আগস্ট ঢাকার সমাবেশটি একটি ঐতিহাসিক সমাবেশ হবে। সমাবেশের মাধ্যেমে আমারা সরকারের কাছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দাবিগুলো তুলে ধরবো এবং আমরা আমাদের ন্যায্য অধিকার পাবো।

এর আগে অভিন্ন দাবিতে গত ২৬ মে থেকে পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছিলেন শিক্ষকরা। দাবি আদায়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ৫ মে থেকে ১৫ মে পর্যন্ত দিনে ১ ঘণ্টা, ১৬ থেকে ২০ মে পর্যন্ত ২ ঘণ্টা, ২১ থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেন। পরে গত ২৯ মে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক করলে কর্মবিরতির কর্মসূচি ২৫ জুন পর্যন্ত স্থগিত করা হয়। দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৭টি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য বলছে, এসব বিদ্যালয়ে ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক কর্মরত আছেন। তাদের মধ্যে প্রধান শিক্ষকদের বর্তমান বেতন গ্রেড দশম। আর সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১৩তম।

এদিকে জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশনের কাঠালিয়া উপজেলার শাখার সভাপতি, সম্পাদকসহ কমিটির অন্যান্যরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিয়ে ৩০ আগস্ট ঢাকায় সমাবেশকে সফল করতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ 01774937755 অথবা ই-মেইল: kathaliabarta.com












All rights reserved@KathaliaBarta 2016-2025
Design By Rana