সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৪৬ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি শাবাব ফাউন্ডেশন তাদের ২৮তম মানবিক দাফন সম্পন্ন করেছে। সোমবার সকালে তাঁরা মরহুমার দাফন সম্পন্ন করেন।
ঝালকাঠি জেলার বিনয়কাঠি ইউনিয়নের সৈয়দকাঠি গ্রামের জাবেদ খানের স্ত্রী খাদিজা বেগম করোনা আক্রান্ত হয়ে গত ২৫ জুলাই রবিবার রাত সারে ৯টার দিকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
খাদিজা বেগমের মৃত্যুর খবর পেয়ে মরহুমার গোসল, জানাজা ও দাফনের কাজে মুফতি জায়নুল আবেদিন ও মুফতি হানযালা নোমানীর নেতৃত্ত্বে ছুটে যায় নলছিটি শাবাব ফাউন্ডেশন’র ৪ জন মহিলা সদস্যসহ ১০ সদস্যের একটি মানবিক দল।এটি শাবাব ফাউন্ডেশন’র মহিলাদের ৩য় এবং শাবাব ফাউন্ডেশন’র ২৮ তম দাফন কাজ।
মানবিক এই সংগঠনের একাধিক দায়িত্বশীল জানান করোনা আক্রান্ত কিংবা উপসর্গ নিয়ে যে কেউ মৃত্যু বরন করলে বিনা খরচে তারা মৃতের দাফন কাফনের কাজ সম্পন্ন করবেন। এ জন্য মুফতি জায়নুল আবেদিন’র ০১৭৬১৫৯৫০২২ নম্বর অথবা মুফতি হানযালা নোমানি’র ০১৭৪৩৮৭৭৩২২ নম্বর মোবাইলে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।