বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:২৬ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠি জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. জোহর আলীর কাছে তাঁর মনোনয়নপত্র জমা দেন। জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনি একমাত্র প্রার্থী। ফলে মনোনয়নপত্র বৈধ হলে বিনাপ্রতিদ্বন্ধিতায় তিনিই হবেন জেলা পরিষদের চেয়ারম্যান।
এদিকে জেলা পরিষদের সদস্য ছয়টি পদে আওয়ামী লীগের মনোনিত ছয় প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তার কাছে। এরা হলেন ঝালকাঠি সদরে মো. শমিসুল ইকরাম পিরু, নলছিটি উপজেলায় সোহরাব হোসেন মাস্টার, রাজাপুরে অ্যাডভোকেট খাইরুল আলম সরফরাজ, কাঠালিয়ায় এসএম ফজলুল আলম সিদ্দিকী ফিরোজ, সংরক্ষিত ঝালকাঠি সদর-নলছিটির নারী সদস্য হিসেবে হোসনে আরা মান্নান ও রাজাপুর-কাঠালিয়ার নারী সদস্য হিসেবে জাহানারা হক।
এছাড়া সদস্য পদে আওয়ামী লীগের মনোনয়ন ছাড়াও পাঁচজন এবং সংরক্ষিত নারী সদস্য পদে দুইজন মনোনয়নপত্র দাখিল করেন। ফলে আগামী ১৭ অক্টোবর নির্বাচন হবে শুধু সদস্য পদে। এ নির্বাচনে ৪৫৪ জন ভোটার রয়েছেন, যারা চার উপজেলার জনপ্রতিনিধি।