সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০১:৫৭ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঁঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কাঁঠালিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝালকাঠি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ কাওসার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম, ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সভাপতি এ্যাডভোকেট মোঃ আক্কাস সিকদার ও ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক মোঃ শফিউল আজম টুটুল। ক্লাবের সিনিয়র সদস্য মো. মহসিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
উপজেলা জামায়েত সেক্রেটারী অধ্যাপক ছাইদুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আলিমুল ইসলাম আলিম মুন্সি, ঝালকাঠি প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আল আমিন তালুকদার, দপ্তর সম্পাদক মো. বরকত হোসেন মৃধা, বাংলা নিউজ টুয়েন্টিফোর’র জেলা প্রতিনিধি মো. ইসমাইল হোসেন, দৈনিক গাউছিয়া পত্রিকার সম্পাদক অলোক সাহা, ভান্ডারিয়া প্রেসক্লাবের সভাপতি মো. শফিকুল ইসলাম মিলন, রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি মো. রহিম রেজা ও বামনা প্রেসক্লাবের সভাপতি মো. গোলাম কিবরিয়া, সরকারী কাঁঠালিয়া তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমান, সরকারী কাঁঠালিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা মজিবুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
ইফতার অনুষ্ঠানের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. মিজানুর রহমান।