শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০১:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শোক সংবাদ : আলহাজ্ব মো. আ. করিম মানিক মাস্টার ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় ৩জন নি’হ’ত কাঠালিয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা কাঠালিয়া উপজেলা হানাদার মুক্ত দিবস পালিত কাঠালিয়ায় উপজেলা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের গণপদত্যাগ সরকারী কর্মচারীরা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে অংশগ্রহণ বিভাগের শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষা পদক”- ২০২৩ লাভ করেছেন টিএম শাহ্ আলম কাঠালিয়ায় বিএনপি’র নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগের সমাবেশে : শাহজাহান ওমর দেশের সব থানার ওসি বদলের নির্দেশ ইসির হ্যাডম আছে বিধায় তো নেত্রী আমারে নমিনেশন দিছে : শাহজাহান ওমর
ঝালকাঠিতে বিএনপির তারুন্যের রোডমার্চ

ঝালকাঠিতে বিএনপির তারুন্যের রোডমার্চ

ঝালকাঠিতে বিএনপির তারুন্যের রোডমার্চ

ঝালকাঠি প্রতিনিধিঃ

সরকার পতনের একদফা দাবিতে পটুয়াখালী-বরিশাল-পিরোজপুর ১০০ কিলোমিটার রোডমার্চ করেছে বিএনপি। রোডমার্চ চলাকালে ঝালকাঠির তিনটি স্থানে পৃথক পথসভা করেছে দলীয় নেতাকর্মীরা।

বরিশাল বিভাগের পটুয়াখালী জেলা থেকে শুরু হওয়া রোডমার্চ চলাকালে নলছিটি উপজেলার কালিজিরা, ঝালকাঠি সদরের কৃষ্ণকাঠি এবং রাজাপুর উপজেলার মেডিকেল মোড়ে পৃথক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল বিভাগীয় এই পথসভায় নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

স্থানীয় নেতাকর্মী এবং কেন্দ্রীয় অতিথিদের নিয়ে সড়কপথে শতাধিক যানবাহনের বহর নিয়ে বরিশাল থেকে দুপুর ১টায় ঝালকাঠি এসে পৌছায় রোডমার্চের টিম।

বরিশাল খুলনা মহাসড়কের ঝালকাঠির প্রবেশদ্বার কৃষ্ণকাঠিতে জেলা বিএনপি আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন দলটির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, রাষ্ট্রের কোষাগার খালী হয়েগেছে, ব্যংকের টাকা লুটে নেয়া হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানী খাত ধ্বংস করা হচ্ছে। মধ্যবিত্তরা গরীব হয়েগেছে। যার একখন্ড জমি ছিলো অভাবের কারনে সেও ভুমিহীন হয়ে গেছে। দেশকে রক্ষা করতে হলে, দেশের মানুষকে বাঁচাতে হলে বর্তমান সরকারের পদত্যাগের কোনো বিকল্প নাই।

পথসভায় সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, ব্যারিষ্টার শাহজাহান ওমর, সাবেক সংসদ সদস্য ইসরাত জাহান ইলেন ভুট্টো, কেন্দ্রীয় নেতা মাহবুবুল হক নান্নু, বিলকিস জাহান শিরিনসহ বরিশাল ও ঝালকাঠির স্থানীয় নেতারা বক্তৃতা দিয়েছেন।

এর আগে, গত ১৮ সেপ্টেম্বর টানা কর্মসূচি ঘোষণা করেন বিএনপি। ১৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত এই কর্মসূচি চলার কথা রয়েছে।

 

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন







All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana