মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ইয়াবাসহ পুলিশ সদস্য আটক কাঠালিয়ায় তিন দিনব্যাপী শিক্ষাক্রম বিস্তরণ প্রশিক্ষণ শুরু সংবাদ মাধ্যমে অস্থিরতায় ডিইউজের উদ্বেগ, বৈশ্বিক সম্মাননা পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগ কাঠালিয়ায় মরণব্যাধি ক্যান্সার রোগ থেকে বাঁচতে সবার সাহায্য চায় রাকিব সহকারী জজ নিয়োগ পরীক্ষায় সারা দেশে প্রথম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নুসরাত যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না : আল জাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী কাঠালিয়ায় কর্মীসভা করেন কেন্দ্রীয় নেতা এম মনিরুজ্জামান মনির ঝালকাঠিতে বিএনপির তারুন্যের রোডমার্চ স্ত্রীর স্বীকৃতির দাবিতে উপজেলা চেয়ারম্যানের বাড়িতে কৃষি কর্মকর্তা
ঝালকাঠিতে বসতঘর ফিরে পেতে মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন

ঝালকাঠিতে বসতঘর ফিরে পেতে মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি শহরের ধোপারচক এলাকার এক মুক্তিযোদ্ধার বসতঘর জবরদখলের চেস্টার অভিযোগ উঠেছে একজন আইনজীবীর বিরুদ্ধে। মঙ্গলবার (৬ জুলাই) বেলা ১১টায় ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এ অভিযোগ করেন মুক্তিযোদ্ধা আনছার উদ্দিন।

সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে মুক্তিযোদ্ধা আনছার উদ্দিন জানান, ঝালকাঠি শহরের ধোপরচক এলাকায় তার ১৮ সহা¯্রাংশ সম্পত্তি আইনজীবী এসএম ফজলুল হক কুক্ষিগত করে রেখেছেন।

এ বিষয়ে তিনি মুক্তিযোদ্ধা মন্ত্রী, জেলা প্রশাসক ও থানায় লিখিত অভিযোগ করেছেন। কিন্তু কোন প্রতিকার না পেয়ে তিনি বর্তমানে এই করোনা মহামারীর মধ্যে বসত ঘর ছাড়া হয়ে পরিবার নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন।

লিখিত বক্তব্যে মুক্তিযোদ্ধা আনছার উদ্দিন আরো বলেন, স্বাধিনতা পরবর্তী সময়ে আজিজ খানের কাছ থেকে তিনি ১২০ সহা¯্রাংশ সম্পত্তি ক্রয় করেন। পরে স্কুল শিক্ষক ফকরুল আলম ও আইনজীবী এসএম ফজলুল হকের কাছে তার জমি বিক্রর পর বাকি ১৮ সহা¯্রাংশ সম্পত্তির উপর একটি টিনসেড ঘর নিমার্ণ করে বসবাস শুরু করেন তিনি।

পরবর্তীতে পারিবারিক কারণে ঘরটি তালাবদ্ধ করে আনছার উদ্দিন তার গ্রামের বাড়ি প্রতাপে চলে যান। এরপর আইনজীবী এসএম ফজলুল হক প্রভাব খাটিয়ে সেই ঘরটি জবরদখলের চেস্টা চালায়। মুক্তিযোদ্ধা আনছার উদ্দিন তার বসতঘরে আসতে চাইলে এসএম ফজলুল হক মামলা দিয়ে তাকে হয়রানী ও খুন জখমের হুমকি দেন। গত ২৭ জুন আনছার উদ্দিন তার পরিবারের সদস্যদের নিয়ে উক্ত ঘরে অবস্থানকালে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এসে ঘরে তালা দিয়ে চাবি তার জিম্মায় রাখেন।

এ অবস্থায় একজন মুক্তিযোদ্ধা হিসেবে বসতঘর ফিরে পেতে প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন আনছার উদ্দিন।

এ বিষয়ে কাউন্সিলর তরুন কর্মকার বলেন, শান্তিশৃংখলা রক্ষায় আমি আপাতত ঘরটি আমার জিম্মায় রেখেছি। পরবর্তীতে উভয়পক্ষকে নিয়ে বসে সমাধান করা হবে। অভিযোগ অস্মীকার করে আইনজীবী এস এম ফজলুল হক বলেন, ঐ জমির প্রকৃত মালিক আমি। ওদের নামে ভ‚লক্রমে রেহর্ড হয়েছে। রেকর্ড সংশোধনের জন্য আমি আদালতে মামলা করেছি। বিষয়টি আদালাতে বিচারাধীন রয়েছে।

 

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন







All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana