রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন

ঝালকাঠিতে দুই প্রতিবন্ধী বৃদ্ধকে দোকান করে দিলেন যুবলীগ নেতা

ঝালকাঠিতে দুই প্রতিবন্ধী বৃদ্ধকে দোকান করে দিলেন যুবলীগ নেতা

দুই বয়স্ক প্রতিবন্ধীর সাহায্যে এগিয়ে এলেন ঝালকাঠির ঠিকাদার ও যুবলীগ নেতা মো. ছবির হোসেন। দুই প্রতিবনন্ধীর চলাচলে হুইল চেয়ার দিয়েই দায় সারেননি, বরং তাদের কর্মসংস্থানের জন্য হুইল চেয়ারে তাদের গড়ে দিয়েছেন ভ্রাম্যমাণ দোকান। আয়ের সুযোগ সৃষ্টি হওয়ায় খুশি প্রতিবন্ধী ওই বর্ষিয়ান ব্যক্তিরা।

জানা যায়, ঝালকাঠি শহরতলীর বাসন্ডা এলাকার ৯০ বছরের বৃদ্ধ আব্দুল হক তালুকদার। ১৪ বছর আগে তিনি পড়ে গিয়ে পায়ে আঘাত পেয়ে প্রতিবন্ধীতা বরণ করেন । চরম দারিদ্রের সংসারে জীবনজাপন দায় হয়ে পড়ে এ বৃদ্ধের। স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে এগিয়ে আসেন ঝালকাঠির যুবলীগ নেতা ছবির হোসেন। মঙ্গলবার সকালে একটি হুইল চেয়ার নিয়ে প্রতিবন্ধী বৃদ্ধের বাড়িতে হাজির হন ঝালকাঠি পৌর যুবলীগের যুগ্ম আহŸায়ক মো. ছবির হোসেন। হুইল চেয়ারেই ওয়ার্কসপ থেকে বিশেষভাবে সংযুক্ত করা হয় ভ্রাম্যমাণ দোকানের কাঠামো। আর তাতে বিভিন্ন ধরণের শিশু খাদ্য সাজিয়ে বৃদ্ধকে বসিয়ে দেওয়া হয় হুইল চেয়ারে।

শহরতলীর কৃষ্ণকাঠি এলাকার আরেক বৃদ্ধ মো. মুজাম্মেল হাওলাদার ইটভাটায় শ্রমিকের কাজ করে সংসার চালাতেন। ৫ বছর আগে অসুস্থ হয়ে একটি পা অকেজো হয়ে যায়। জমিজমা বিক্রি করে চিকিৎসা চালাতে গিয়ে নিশ্ব হয়ে পড়েন। বসতভিটা ছাড়া এখন তাঁর আর কিছুই নেই। অন্যের দয়ায় চলে সংসার। অকেজ পা আর ঠিক হয় না। এই বৃদ্ধকে মঙ্গলবার সকালে হুইল চেয়ারে ভ্রাম্যমাণ দোকান গড়ে দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন যুবলীগ নেতা ছবির হোসেন।

যুবলীগ নেতা ছবির হোসেন বলেন, প্রতিবন্ধীতা নিয়ে ভিক্ষাবৃত্তি যাতে না করতে হয় সে জন্য অনেক চিন্তা ভাবনা করে এমন উদ্যোগ নিয়েছি। ভিক্ষার ঝুলি নয়, দুই প্রতিবন্ধী বৃদ্ধের কর্মসংস্থান করাই আমার উদেশ্যে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ 01774937755 অথবা ই-মেইল: kathaliabarta.com












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana