বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি শহরের রূপনগর এলাকায় কবুতর ধরতে গিয়ে ছাদ থেকে পরে এসএসসি পরীক্ষার্থী আবদুল্লাহ আল আবিদ (১৫) এর করুন মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত ১০ টার দিকে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়। নিহত আবদুল্লাহ আল আবিদের ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়া কথা ছিল। তার বাবা হেমায়েত হোসেন ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের সচিব পদে কর্মরত রয়েছেন।
নিহত আবদুল্লাহ আল আবিদ এর বড় ভাই আব্দুল্লাহ আর আরাফাত এর বন্ধু মুরাদ হোসেন জানান, নিজের পালা একটি কবুতর ধরতে গিয়ে পা পিছলে ছাদ থেকে পরে গুরুতর আহত হয় এসএসসি পরীক্ষার্থী আবদুল্লাহ আল আবিদ । পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আবদুল্লাহ আল আবিদ এর মৃত্যুতে ঝালকাঠি শহরের শোকের ছায়া নেমে এসেছে।