শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৪১ পূর্বাহ্ন

ঝালকাঠিতে অফিস ভাংচুরের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

ঝালকাঠিতে অফিস ভাংচুরের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি জেলা বিএনপি কার্যালয় ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপির একাংশ। বুধবার সকাল ১০ টায় শহরের আমতলা রোডের বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরদার এনামুল হক এলিন ।

এ সময় জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টু, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা নূরুল আলম গিয়াস, সাবেক সহসভাপতি অহেদুল ইসলাম বাদল,সদর উপজেলা বিএনপির নেতা রেজাউল হক আজিম, শাহ আলম মল্লিক, যুবদল নেতা রবিউল হোসেন তুহিন ও জাহিদ হোসেন, কামাল মল্লিক, মোঃ জাহিদ হোসেন, রিয়াজ মুন্সি, ছাত্রদল নেতা কেশব সুমন প্রমুখ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে এনামুল হক এলিন বলেন, আমাদের বিএনপির আমতলা রোডের প্রধান কার্যালয় ভাংচুর করেছে র্দূবৃত্তরা। ২০২০ সন হতে এ কার্যালয়ে জেলার দলীয় প্রধান কার্যালয় হিসাবে সকল কর্মসূচি পালন করা হচ্ছে। গত ৪ অক্টোবর সন্ধ্যা ৬ টার দিকে জয় বাংলা শ্লোগান দিয়ে ১৫/২০ টি মটরসাইকেলে এসে আমাদের কার্যালয় ভাংচুর করে। এসময় অফিসের সাটান, থাই গøাসের জানালা ও সাইনবোর্ড ভাংচুর করে। সংবাদ সম্মেলনে এই হামলা ও ভাংচুরের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের চিহ্নিত করতে প্রশাসনের কাছে দাবি জানান বিএনপির নেতারা।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana