শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৫০ পূর্বাহ্ন

জেলা পর্যায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

জেলা পর্যায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

জেলা পর্যায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

বিশেষ প্রতিনিধি:

ঝালকাঠিতে শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শেষ হয়েছে। বুধবার বিকেলে বঙ্গবন্ধু ফুটবলে কাঠালিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে ৩-২ গোলের ব্যাবধানে রাজাপুর উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথি ছিলেন জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম। সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার সমদ্দার।

এর পূর্বে বুধবার সকাল ১০টায় ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্্ গুল নিঝুম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন। এ সময় উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাজিয়া আফরোজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিন,পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, পৌর প্যানেল মেয়র তরুন কর্মকার ও ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু।

জেলা পর্যায়ের ৪টি উপজেলার বিজয়ী ২টি বালক ও বালিকা বিভাগে ৮টি দল অংশগ্রহণ করছে। এ ছাড়া বঙ্গমাতা গোল্ডকাপে নলছিটি চ্যাম্পিয়ান ও রাজাপুর রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন। প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু বলেছেন, পড়ালেখার পাশাপাশি শিশুর শারীরিক ও মানসিক বিকাশ সাধনসহ প্রতিযোগিতার মনোভাব ও গণতন্ত্রমনষ্ক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল  টুর্নামেন্টের আয়োজন করে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana