বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন

জেনে নিন ফ্রিজের যত্ন-আত্তি

জেনে নিন ফ্রিজের যত্ন-আত্তি

টিপস:

জেনে নিন  ফ্রিজের ভেতরে জমে থাকা বরফ দূর করার সহজ কিছু উপায় আছে।

  •  প্রথমেই ফ্রিজ বন্ধ করে সব জিনিস বের করে করে ফেলুন। ফ্রিজের কগুলোও সরিয়ে রাখতে হবে।
  •  ফ্রিজের দরজা দুই ঘণ্টা খুলে রাখুন। তারপর স্প্রে বোতলে গরম পানি নিয়ে বরফে ছিটিয়ে দিন। এতে বরফ দ্রুত গলতে শুরু করবে।
  •  এরপর কাঠের বা প্লাস্টিকের স্প্যাচুলা নিয়ে সাবধানে খুঁচিয়ে ফ্রিজের গায়ে লেগে থাকা বরফ ছাড়াতে হবে।
  • বরফ ছাড়ানো হয়ে গেলে ফ্রিজের ভেতর পরিষ্কার করার জন্য পরিষ্কার তোয়ালে, গরম পানি, লেবু বা বেকিং সোডা নিন। গরম পানিতে লেবুর রস মিশিয়ে নিন বা বেকিং সোডা। এবার লেবু বা বেকিং সোডা মেশানো গরম পানিতে তোয়ালে ভিজিয়ে ফ্রিজের ভেতরের সব জায়গা ও র‍্যাকগুলো মুছে নিন। এতে পুরোনো খাবারের গন্ধ দূর হবে এবং কোনো প্রকার ব্যাকটেরিয়া জন্মালেও সেগুলো দূর হবে।

সতর্কতা

  •  ওভেন, ওয়াটার হিটার বা চুলার পাশে ফ্রিজ রাখবেন না। কারণ, বেশি গরমের মধ্যে থাকলে ফ্রিজে বরফ জমে বেশি।
  •  দেয়ালের সঙ্গে ফ্রিজ লাগিয়ে রাখা যাবে না। অন্তত দেয়াল থেকে ১ ফুট দূরে রাখতে হবে, যেন ফ্রিজের কয়েল সহজে ঠান্ডা হতে পারে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana