বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০৭:০৭ অপরাহ্ন
নলছিটি প্রতিনিধি:
ডেজ এ ভূট্রো ডিগ্রি কলেজ আয়োজনে “আন্তর্জাতিক মানবাধিকার দিবস” পালিত হয়। আজ ১০ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১০ টায় কলেজের সামনের সড়কে বিশ্ব মানবধিকার দিবসের মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন বিগত স্বৈরাচার সরকারের আমলে গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবিতে এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনায় যথাযথ বিচার করতে হবে। স্বৈরাচার সরকারের প্রধান শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসী দাবী করেন বক্তারা।জেড এ ভূট্টো ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ নাহিদ সিকদার, সদস্য সচিব নাছরুল হাওলাদার হৃদয়, যুগ্ম আহবায়ক জসিম মোল্লা, আহবায়ক সদস্য জায়েদ বেপারি, ছাত্রনেতা রিমন মোল্লা সহ জেড.এ ভূট্টো ডিগ্রি কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় আরো উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইদুল ইসলাম রনি, ঝালকাঠি জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাত শিকদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান সরদার হিরু, মোল্লারহাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আসিফ হোসেন শান্ত ও ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইব্রাহিম হোসেন রানা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ও সাধারণ শিক্ষার্থীরা