শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন

জুলাই গণঅভ্যুত্থান দমনে সাভারে ছাত্র হত্যা মামলার আসামি রাজাপুরের ইউএনওকে বদলি

জুলাই গণঅভ্যুত্থান দমনে সাভারে ছাত্র হত্যা মামলার আসামি রাজাপুরের ইউএনওকে বদলি

জুলাই গণঅভ্যুত্থান দমনে সাভারে ছাত্র হত্যা মামলার আসামি রাজাপুরের ইউএনওকে বদলি

নিজস্ব প্রতিবেদক:

জুলাই গণঅভ্যুত্থান দমনে ঢাকার সাভারে ছাত্র হত্যার মামলার আসামি হিসেবে আলোচনায় আসা ঝালকাঠির রাজাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ-কে বদলি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) এ বদলির বিষয়টি নিশ্চিত করা হয়। রাহুল চন্দকে রাজাপুর উপজেলা থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সংযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত বছর জুলাই বিপ্লব দমনে পুলিশের আগ্রাসী ভূমিকায় নেতৃত্বে ছিলেন এই রাহুল চন্দ। এছাড়া স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গেও তার দহরম-মহরম ছিল। রাহুল চন্দকে জুলাই বিপ্লব দমনের জন্য মাঠে পুলিশের সঙ্গে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরে আন্দোলন দমনে সক্রিয় দেখা গেছে। গত বছর ৫ আগস্ট সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে রাহুলের নির্দেশে গুলি চালায় পুলিশ। আর সেই গুলিতেই অনেকের সঙ্গে নিহত হন সাভার ডেইরি ফার্ম স্কুলের দশম শ্রেণির ছাত্র আলিফ আহমেদ সিয়াম। সিয়াম হত্যা অভিযোগে গত ৬ জুন সাভার থানায় সিয়ামের বাবা বুলবুল কবির বাদী হয়ে ৩২ জনকে আসামি করে হত্যা মামলা করেন। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১নং, স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খানকে ২নং, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ৩নং, আইজিপি আবদুল্লাহ আল মামুনকে ৪নং এবং রাহুল চন্দকে ৫নং আসামি করা হয়।

ওই ঘটনায় দায়ের করা মামলায় রাহুল চন্দের নাম আসামি হিসেবে উল্লেখ করা হয়। এ নিয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।

প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চলমান তদন্তের স্বচ্ছতা নিশ্চিত করতে তাঁকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে।

রাহুল চন্দ বিসিএস ৩৫ ব্যাচের কর্মকর্তা হিসেবে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর রাজাপুরে যোগদান করেন।

আরও পড়ুন : সাভারে ছাত্র হত্যা মামলার আসামি এখন ঝালকাঠির এক ইউএনও

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ 01774937755 অথবা ই-মেইল: kathaliabarta.com












All rights reserved@KathaliaBarta 2016-2025
Design By Rana