বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৯:৩৬ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
শ্রদ্ধা ও ভালোবাসায় চির নিদ্রায় শায়িত হলেন আলেয়া এপারলেস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক মোঃ আব্দুল আউয়াল হোসেনের পিতা বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ মতিউর রহমান হাওলাদার।
আজ শুক্রবার (১১মার্চ) সকাল ১০টায় ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ভূমি অফিসের মাঠে তার নামাজে জানাজায় সর্বস্তরের মানুষের ঢল নেমেছে।
রাজনৈতিক নেতাকর্মী ও সামাজিক ব্যক্তিবর্গ ছাড়াও দূর-দূরান্ত থেকে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ যোগ দেন তাঁর জানাজায়। অনেকে এসেছেন দানশীল এই মানুষটিকে শেষবারের মতো এক নজর দেখতে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
আলহাজ্ব মোঃ মতিউর রহমান (৭৮) বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুর ১ টা ১৫ মিনিটে উপজেলার আওরাবুনিয়া গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।
মরহুমের নামাজে জানাজা পরিচালনা করেন দক্ষিঞ্চলের বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ্ব মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী হুজুর।
জানাজায় কাঠালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এমাদুল হক মনির, রাজাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, কাঠালিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান বদু সিকদার, কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক তরুন সিকদার, কাঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ আলী, আওরাবুনিয়া ইউপি চেয়ারম্যান মিঠু সিকদার, সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিটন নকীবসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নেয়। মরহুম মতিউর রহমান দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।