ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্র অধিকার পরিষদ’র উদ্দ্যেগে শুক্তাগড় মাহমুদিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে।
সোমবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় শুক্তাগড় মাহমুদিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে ফলদ বৃক্ষ চারা যেমনঃ আম, জামরুল, বড়ই, পেয়ারা ও ঔষুধিবৃক্ষ নিম’র চারা রোপণ করা হয়।
এতে সার্বিক সহযোগীতা করেন প্রবাসী অধিকা পরিষদ নেতা তোফায়েল ও মোস্তাফিজুর রহমান। এসময় ছাত্র অধিকার পরিষদ রাজাপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ কবির, সাধারণ সম্পাদক সাব্বির রহমান, সাংগঠনিক সম্পাদক আল-আমিন সাজু, যুগ্ন সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন, সহ-অর্থ সম্পাদক আল-আরাফাত, সদস্য মুন্না, আব্দুল্লাহসহ উপজেলা শাখার নেতৃবৃন্দ ছারাও আনোয়ার হোসেন মিলন, আব্দুল কাইয়ুম শুক্তাগড় মাহমুদিয়া দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা মো. আমিনুল ইসলাম, মাওলানা মো. আবু সাইদ, মাওলানা আব্দুর রব, মো. রেজাউল, মো. শাহ-আলম খান, মো. ফারুক, মো. সোহাগ ও অষোক কুমার দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।