বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১১:০৩ অপরাহ্ন
শোক বার্তা:
ঝালকাঠির কাঠালিয়া সমাজসেবা অফিসের নিরাপত্তা প্রহরী শ্রীবাশ চন্দ্র অধিকারী (বনি) মারা গেছেন।
বৃহস্পতিবার বিকাল ৫.৩০ মিনিটের সময় আমুয়া হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। বনি দা কাঠালিয়া উপজেলা পরিষদ মোড়ে মিম কম্পিউটারের সামনে বিকাল ৫টার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান।
প্রতক্ষ্যদর্শী দিপু শীল জানান, অটোযোগে আমুয়া হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তিন কন্যা, স্ত্রীসহ আত্মীয়স্বজন ও শুভাকাংখি রেখে যান।
আগামীকাল ২০ আগষ্ট শুক্রবার সকালে তার নিজ বাড়ী কাঠালিয়া উপজেলার লেবুবুনিয়া গ্রামের পারিবারিক শ্বশানে সৎকার অনুষ্ঠিত হবে।