সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৪ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্ধোধন করা হয়েছে। আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে (ভার্চ্যুয়াল) সারাদেশের সকল থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্ধোধন করেন।
এসময় তিনি গৃহহীনদের জন্য নির্মিত ঘর হস্তান্তরেরও উদ্ধোধন করেন। উদ্ধোধনী অনুষ্ঠানে কাঠালিয়া থানায় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (কাঠালিয়া-রাজাপুর) সার্কেল মাসুদ রানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী, ওসি (তদন্ত) এইচএম শাহীন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনোয়ারা বেগম, প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ফারুক হোসেন খান, এসআই লাইজু আক্তার ও এসআই জাহাঙ্গীর হোসেনসহ, সুশীল সমাজের লোকজন ও থানার অন্যান্য পুলিশ সদস্যরা।