রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:২০ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া ক্রিকেট টুর্নামেন্ট সিজন-১ এর ফাইনাল খেলা আজ ৩০ মে সোমবার বিকাল ৪টায় কাঠালিয়া উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় কাঠালিয়া ওয়ারিওর্স একাদশকে ৫ ইউকেটে হারিয়ে বিজয় অর্জন করে আমুয়ার রাফসান ফাইটার্স একাদশ । বিজয় দলের মোঃ জসিম ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।
স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক আন্দোলন কাঠালিয়ার আয়োজনে ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী। খেলা শেষে প্রধান অতিথি খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সামাজিক আন্দোলন কাঠালিয়ার সভাপতি মোঃ তুহিন সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদার, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলী, উপজেলা সহকারী প্রোগ্রামার অতনু কিশোর দাস মুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার এস এম দেলোয়ার হোসেন, কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ ইস্রাফিল তালুকদার। বিভিন্ন শ্রেণি পেশার নারী, পুরুষ ও শিশুরা খেলা উপভোগ করেন।