বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:০২ পূর্বাহ্ন
ঝালকাঠির কাঠালিয়ায় ৩ হাজার ৫২২ পিচ ইয়াবাসহ মো. তরিকুল ইসলাম সজল (৩১) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার তালগাছিয়া গ্রামে অভিযান চালিয়ে তরিকুলের বসত ঘর থেকে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃৃত তরিকুল ইসলাম সজল উপজেলার তালগাছিয়া গ্রামের আ. বারেক হাওলাদারের ছেলে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্ত মো. মুরাদ আলী এর নের্তৃত্বে অভিযান পরিচালনা করেন এসআই লাইজু সুলতানা, এসআই মো. মাহমুদুল হাসান মিল্টন ও এসআই কেএম রিয়াজ রহমান সহ পুলিশের একটি দল। এসময় শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন উপস্থিত ছিলেন।
কাঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ আলী জানান, গ্রেপ্তারকৃত তরিকুল ইসলাম সজলের বসতঘরে বিপুল পরিমান ইয়াবা রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ হাজার ৫ শত ২২ পিচ ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।