শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০২:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শোক সংবাদ : আলহাজ্ব মো. আ. করিম মানিক মাস্টার ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় ৩জন নি’হ’ত কাঠালিয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা কাঠালিয়া উপজেলা হানাদার মুক্ত দিবস পালিত কাঠালিয়ায় উপজেলা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের গণপদত্যাগ সরকারী কর্মচারীরা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে অংশগ্রহণ বিভাগের শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষা পদক”- ২০২৩ লাভ করেছেন টিএম শাহ্ আলম কাঠালিয়ায় বিএনপি’র নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগের সমাবেশে : শাহজাহান ওমর দেশের সব থানার ওসি বদলের নির্দেশ ইসির হ্যাডম আছে বিধায় তো নেত্রী আমারে নমিনেশন দিছে : শাহজাহান ওমর
কাঠালিয়ায় স্কুলছাত্রীকে অপহরণ চেষ্টার বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

কাঠালিয়ায় স্কুলছাত্রীকে অপহরণ চেষ্টার বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

বার্তা ডেস্ক:

ঝালকাঠির কাঠালিয়ায় নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ চেষ্টার বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার আমুয়া তুষার চত্বরে এলাকায় এ মানববন্ধন করে আমুয়া চালিতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও ওই ছাত্রীর সহপাঠিরা। মানববন্ধনে স্থানীয় আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজ ও আমুয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাও অংশ নেয়।

মানববন্ধনে দোষীদের দ্রæত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির জানিয়ে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি মো. মাসিস মোল্লা, প্রধান শিক্ষক মো.শফিকুল আলম শামিম, মিলার মা মারজিয়া ইসলাম, শিক্ষক মনিরুজ্জামান শহিদ গোলদার, মো. মনিরুল ইসলাম, মো. পলাশ গোলদার, শিক্ষার্থী জয়শ্রী সরকার প্রমূখ।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, উপজেলার আমুয়া চালিতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ফারজানা ইসলাম মিলা গত ১৩ অক্টোবর দুপুরে স্কুল থেকে অটোবাইকে বাড়ি ফিরছিল। এসময় পাশর্^বর্তী মঠবাড়িয়া উপজেলার দাউদখালী গ্রামের দুই যুবক আরিফ হোসেন সরদার ও মো. রাকিব ওই অটোবাইকে উঠে মেয়েটিকে অপহরণের চেষ্টা করে। অপহরণকারীদের হাত থেকে বাঁচতে এক পর্যায়ে মেয়েটি অটোবাইক থেকে লাফিয়ে রাস্তায় পড়ে। এতে তাঁর হাত ভেঙে যায় এবং মুখমÐলে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। অপহরণকারী দুই যুবক পালিয়ে যায়। এ ঘটনায় মেয়ের মা মারজিয়া ইসলাম মঠবাড়িয়া থানায় গত ২২ অক্টোবর একটি মামলা দায়ের করেন। মামলা হলেও পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে না পাড়ায় ক্ষুব্ধ হয় নির্যাতিত ছাত্রী ফারজানা ইসলাম মিলার সহপাঠী শিক্ষার্থীরা দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেন।

 

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন







All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana