শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ চেষ্টার বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার আমুয়া তুষার চত্বরে এলাকায় এ মানববন্ধন করে আমুয়া চালিতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও ওই ছাত্রীর সহপাঠিরা। মানববন্ধনে স্থানীয় আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজ ও আমুয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাও অংশ নেয়।
মানববন্ধনে দোষীদের দ্রæত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির জানিয়ে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি মো. মাসিস মোল্লা, প্রধান শিক্ষক মো.শফিকুল আলম শামিম, মিলার মা মারজিয়া ইসলাম, শিক্ষক মনিরুজ্জামান শহিদ গোলদার, মো. মনিরুল ইসলাম, মো. পলাশ গোলদার, শিক্ষার্থী জয়শ্রী সরকার প্রমূখ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, উপজেলার আমুয়া চালিতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ফারজানা ইসলাম মিলা গত ১৩ অক্টোবর দুপুরে স্কুল থেকে অটোবাইকে বাড়ি ফিরছিল। এসময় পাশর্^বর্তী মঠবাড়িয়া উপজেলার দাউদখালী গ্রামের দুই যুবক আরিফ হোসেন সরদার ও মো. রাকিব ওই অটোবাইকে উঠে মেয়েটিকে অপহরণের চেষ্টা করে। অপহরণকারীদের হাত থেকে বাঁচতে এক পর্যায়ে মেয়েটি অটোবাইক থেকে লাফিয়ে রাস্তায় পড়ে। এতে তাঁর হাত ভেঙে যায় এবং মুখমÐলে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। অপহরণকারী দুই যুবক পালিয়ে যায়। এ ঘটনায় মেয়ের মা মারজিয়া ইসলাম মঠবাড়িয়া থানায় গত ২২ অক্টোবর একটি মামলা দায়ের করেন। মামলা হলেও পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে না পাড়ায় ক্ষুব্ধ হয় নির্যাতিত ছাত্রী ফারজানা ইসলাম মিলার সহপাঠী শিক্ষার্থীরা দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেন।