শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৩:২৪ অপরাহ্ন
শোক বার্তা:
ঝালকাঠির কাঠালিয়ায় দেড় বছরের শিশু গালিব আমিনের মৃত্যুতে শোকের মাতম । অবশেষে ব্লাড ক্যান্সারের কাছে হেড়ে গেলেন শিশু গালিব। দীর্ঘ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। বোরবার রাতে গালিব ইন্তেকাল করে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)।
গালিব আমিন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ও কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষক মাওলানা মুহাঃ আল-আমিন এর একমাত্র পুত্র এবং কাঠালিয়া টিএনটি অফিসের ইউনুচ আকন ( অবসরপ্রাপ্ত) ও বেতাগীর মাওলানা মো. নেছারী হুজুরের নাতি।
আজ সোমবার বিকালে মরহুমের নামাজে জানাজা শেষে কাঠালিয়া সদরের উত্তর আউরা গ্রামের নিজ বাড়ীর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। শিশু গালিবের মৃত্যুতে পরিবার নামে গভীর শোকের ছায়া ও কাঠালিয়ার আকাশ বাতাস ভারি হয়ে ওঠে।