বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় রাস্তা নির্মানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় লোকজন।
আজ সোমবার সকাল ১০টায় উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের মন্নান খানের বাড়ি সংলগ্ন রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সেচ্ছাসেবী সংগঠন সামাজিক আন্দোলন কাঠালিয়া এর শৌলজালিয়া ইউনিয়নের আহবায়ক মেহেদী হাসান মিঠু, ছাত্রলীগ নেতা আবির মাহমুদ শফিক, এলাকাবাসী মো. আইউব আলী খান ও খাইরুল ইসলাম রানা প্রমুখ।
এসময় বক্তরা কচুয়া বাজার সংলগ্ন মন্নান খানের বাড়ি থেকে শৌলজালিয়া খেয়াঘাট পর্যন্ত রাস্তা নির্মানের দাবি জানান। তারা বলেন জন গুরুত্বপূর্ণ এই রাস্তার উন্নয়নের কোন পদক্ষেপ এখন পর্যন্ত নেয়া হয় নাই।
রাস্তাটি দিয়ে প্রতিদিন শতশত মানুষ চলাচল করেন। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি যাতে রাস্তাটি দ্রæত নির্মান করে সাধারণ মানুষের দূর্ভোগ দূর করেন।
মানববন্ধনের আয়োজন করেন কচুয়া ও শৌলজালিয়ার স্থানীয় লোকজন ও সেচ্ছাসেবী সংগঠন সামাজিক আন্দোলন কাঠালিয়া এর সহযোগীতা করে।