সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৭ পূর্বাহ্ন
ঝালকাঠির কাঠালিয়ায় ”সন্তান যখন পড়তে বসে সচেতন মা পাশে থাকে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার ১১৫ নং বানাই কালিশংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিদ্যালয় কর্তৃপক্ষ ও ম্যানেজিং কমিটি (এসএমসি) আয়োজনে বিদ্যালয় সভাকক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় প্রধান শিক্ষক অজয় কুমার হালদার। শিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন ম্যানেজিং কমিটি সভাপতি মো.নাসির উদ্দিন হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন সাবেক সভাপতি মো.আবদুল খালেক হাওলাদার ও সহসভাপতি আবদুল কাদের হাওলাদার। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক মো.ইউনুছ আলী,,আবুল কালাম তালুকদার, মাধুবী রানী, নাসরিন বেগম ও অভিভাবক মা শামরিন সুলতানা প্রমূখ। সমাবেশে অভিভাবক মা ছাড়াও স্থানীয়গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।