সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০২:৪৯ অপরাহ্ন

কাঠালিয়ায় মাদরাসা শিক্ষকদের ১৩ দফা দাবীকে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

কাঠালিয়ায় মাদরাসা শিক্ষকদের ১৩ দফা দাবীকে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বার্তা ডেস্ক:

ঝালকাঠির কাঠালিয়া উপজেলা জমিয়াতুল মোদার্রেসীসেনের আয়োজনে মাদরাসা শিক্ষার স্বকিয়তা বজায় রাখতে স্বতন্ত্র শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রনয়নের দাবীসহ ১৩ দফা দাবী আদায়ের লক্ষে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ  সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্ত¡রে ঘন্টা ব্যাপি এ মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা জমিয়াতুল মোদার্রেসীনের সভাপতি অধ্যক্ষ মো. ইদ্রিস মিয়া, সাধারন সম্পাদক অধ্যক্ষ মো. ওবায়েদুল হক অদুদ, অধ্যক্ষ মো. আ. রহমান বিশ্বাস, সুপার মো. জাকির হোসেন প্রমূখ।

মানববন্ধন শেষে উপজেলা জমিয়াতুল মোদার্রেসীসেনের একদল শিক্ষক প্রতিনিধি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর ১৩ দফা দাবী সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন







All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana