বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে ২১ ফেব্রæয়ারী প্রথম প্রহর ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শুরু হয়েছে।
আজ সোমবার চিত্রাংকন, রচনা প্রতিযোগীতা, সাংস্কৃুতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান বদু সিকদার, কাঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ আলী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম হারুন অর রশিদ, উপজেলা সহকারি প্রোগ্রাম অফিসার(আইসিটি) অতনু কিশোর দাস মুন, উপজেলা সুজন সভাপতি অধ্যাপক মো. আবদুল হালিম, অধ্যাপক আব্দুস সালাম, প্রধান শিক্ষক মো. জলিলুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।