শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:৩২ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে শোভাযাত্র ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে শোভাযাত্র শেষে উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের সভাকক্ষে আলোচনা সভা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. উচ্ছ¡াস আহম্মদ আবির, কাঠালিয়া সদর ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, আওরাবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. মিঠু সিকদার।
বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক মো. আবদুল হালিম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সহকারী মো. সোহানুর রহমান ও মো. জাহিদ হোসেন প্রমূখ।