বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:২৮ অপরাহ্ন
নিজেস্ব প্রতিবেদক:
ঝালকাঠির কাঠালিয়ায় শাকিল হোসেন (২২) নামের এক বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীকে পিটিয়ে আহত ও ডোবার পানিতে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ছেলেকে বাঁচাতে এলে মা নুরনেহার বেগম (৪৫) কে মারধর করে আহত করা হয়। গত শনিবার (১৭ জুন) দুপুরে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের উত্তর চেঁচরী গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) ভর্তি করা হয়েছে।
আহত শিক্ষার্থী ঢাকার ধানমন্ডি নিউ মডেল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় গতকাল রোববার দুপুরে আহত নুরনেহার বেগম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার উত্তর গ্রামের মৃত্যু আমজাদ হোসেন মোল্লার ছেলে মোতালেব মোল্লা ও আবুল কালাম মোল্লার সাথে জমিজমা নিয়ে দ্ধন্ধ চলছে আহত শিক্ষার্থীর পিতা আবুল হোসেন মোল্লার। শনিবার দুপুরে বাড়ীর দক্ষিন পাশের্^ বসে পুর্ব শক্রতার জেরে আবুল কালাম, তার ছেলে সুমন, মোতালেব হোসেন ও তার ছেলে রানা মোল্লা মিলে গরু বাঁধার রশি ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে শিক্ষার্থী শাকিল হোসেনকে। এক পর্যায় আহত শাকিলকে ডোবার পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করে তারা। ছেলেকে বাঁচাতে এলে শাকিলের মা নুরনেহার বেগমকেও মারধর করে কালাম, মোতালেব, রানা ও সুমন। পরে স্থানীয় লোকজন তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) ভর্তি করে।
অভিযোগ অস্বীকার করে কালাম মোল্লা জানান, শাকিলের সাথে হাতাহাতি ঘটনা ঘটেছে এর বেশি কিছু নয়।
থানার অফিসার ইনচার্জ মো. শহীদুল ইসলাম জানান, ৯৯৯ কল পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।