বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:০২ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ২০৫টি গাঁজা গাছ উদ্ধার করেছে। এ ঘটনায় গাঁজাচাষী (জমির মালিক ) রমেন বেপারি (৬০) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত রমেন বেপারী ওই গ্রামের মৃত গনেশ বেপারীর ছেলে। শনিবার রাতে(১১ মার্চ) উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের উত্তর মরিচবুনিয়া গ্রাামের (৭নং ওয়ার্ড) বেপারি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ এ গাজা গাছ উদ্ধার করে। অভিযান পরিচালনা করেন কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী, পরিদর্শক (তদন্ত) এইচএম শাহীনসহ পুলিশের একটি দল। ঘটনাস্থল পরিদর্শন করেন (রাজাপুর-কাঠালিয়া সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা।
কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী জানান, গাঁজাচাষী রমেন বেপারিসহ তিন ভাইকে আসামী করে কাঠালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত রমেন বেপারিকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে এবং পালাতক দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।