মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:০১ পূর্বাহ্ন
ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে কাঠালিয়া বাসস্ট্যান্ডস্থ বিএনপি’র কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা বিএনপির একাংশ। অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন কবির হাওলাদার সভাপতিত্ব করেন।
উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মারুফ এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সহ সভাপতি মোঃ আলী হায়দার মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ হাসিব ভূট্রো, যুগ্ম আহবায়ক তসলিম হোসেন রাজিব, উপজেলা যুবদল সভাপতি কিশোর মাহমুদ, শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির’র সাধারণ সম্পাদক সোহাগ মল্লিক, পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপি নেতা সবুজ গোলদার, সদর ইউনিয়নের কালাম হাওলাদার, শাকিল আহম্মেদ বিএসসি, ছাত্রদল নেতা হেলাল জমাদ্দার প্রমূখ।
আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মোঃ নেয়ামতুল্লাহ।