বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০২:৪৫ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলা বিএনপির দু’গ্রæপে পাল্টাপাল্টি প্রতিষ্ঠাবার্ষিকী (৪৩ তম) পালন করেছে। এ উপলক্ষে উপজেলার বাসষ্ট্যান্ডের দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি ও সাবেক আইনপ্রতিমন্ত্রী ব্যারিষ্টার শাহ জাহান ওমর বীর উত্তম এর অনুসারীরা বুধবার সকাল ১১টায় আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জলিল মিঞাজী। উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মারুফের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন কবির, সহসভাপতি আলী হায়দার মিয়া, জয়নাল আবেদীন, উপজেলা যুব দলের সভাপতি কিশোর মাহমুদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. হাছিব ভূট্টো, যুগ্ন আহবায়ক তাসলিম হোসেন রাজীব, বিএনপি নেতা সোহাগ হোসেন মল্লিক, উপজেলা ছাত্র দলের আহবায়ক মো. মরুফ বিল্লাহ ও কলেজ শাখার ছাত্রদলের আহবায়ক মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
অপরদিকে বিকাল ৫টায় কাঠালিয়ার বাসষ্ট্যান্ডের মাদ্রাসা রোডের অভিমুখে অস্থায়ী কার্যালয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা মো. রফিকুল ইসলাম জামাল এর অনুসারীরাও আলাদাভাবে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জালালুর রহমান আকন।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আলিমুল মুন্সী আলিম, মোতালেব সরদার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম রাসেল সিকদার, যুবদল নেতা জয়নাল আবেদীন, পটিখালঘাটা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান কালামসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা ডিজিটাল নিরাপত্তা মামলায় গ্রেফতারকৃত বিএনপির কেন্দ্রীয় নেতা মো. রফিকুল ইসলাম জামালের নিঃশার্ত মুক্তির দাবি জানান।